এম চোখ ডটকম,মেহেরপুর: , মেহেরপুর প্রথম আলোর মেহেরপুর বন্ধুসভার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী পালিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় মেহেরপুর সরকারি কলেজ প্রাঙ্গনে কর্মসূচী পালিত হয়। বৃক্ষরোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন, প্রথম আলোর মেহেরপুর প্রতিনিধি আবু সাঈদ, বন্ধুসভার সভাপতি সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, সাধারন সম্পাদক তানিয়া হক, সরকারি কলেজের সহকারি অধ্যাপক বশির আহমেদ, সদস্য লিখন, রিয়াজুল, ফয়সাল, রবিন, ফারুখ প্রমুখ। ৭৭টি বিভিন্ন ফলদ,বনজ বৃক্ষ সরকারি কলেজ প্রাঙ্গনের রোপন করা হয়। ৪০০টি বৃক্ষ বিতরণ করা হয় কর্মসূচীতে। এসময় বন্ধসভার সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন বলেন, বৃক্ষই মানুষের প্রকৃত বন্ধু। আমাদের বাড়ির খালি পড়ে থাকা আঙ্গিনায় ফলদ বনজ বৃক্ষ রোপন করে সবুজে ভরে তুলতে পারি দেশটিকে। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের উচিত হবে স্বস্ব উদ্যোগে বৃক্ষরোপন করা। এতে শিক্ষার্থীরা উৎসাহিত হবে।
মেহেরপুর বন্ধুসভার বৃক্ষরেপান কর্মসূচী পালিত
222
previous post