229
এম চোখ ডটকম: মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামে প্রভাতী ক্লাবের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বলিয়ারপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে বলিয়ারপুর একাদশ ও চাঁদপুর স্পোর্টিং ক্লাব। খেলার নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে না পারায় ট্রাইবেকারের মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হয়। তাতে ৩-২ গোলে চাঁদপুর স্পোটিং ক্লাব জয়লাভ করেন। চ্যাম্পিয়ন দলের পক্ষে ট্রফি গ্রহণ করেন রকি। খেলায় ম্যান অফ দা ম্যাচ চাঁদপুর একাদশের সুমন। সর্বোচ্চ গোলদাতা বলিয়াপুর একাদশের শাজিম। এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাষ্টার, ইউপি সদস্য আনারুল ইসলাম, স্কান্দার মাহমুদ বিপ্লব, জেলা ছাত্র লীগের সাবেক সহ সভাপতি তুর্ব বিশ্বাস, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম হোসেন স্বপন।