মেহেরপুর বাইসাইকেলের সাথে মোটর সাইকেলের ধাক্কা। মোটর সাইকেল চালক গুরুতর আহত
এম চোখ ডট কম, বারাদী :
পেছন থেকে বাইসাইকেলে ধাক্কা দিয়ে গুরুতর আহত হয়েছেন মোটরস সজল হোসেন (৪৫) নামের এক মোটর সাইকেল চালক। এ ঘটনায় সামান্য আহত বাইসাইকেল চালক জাহিদ রানা (১৫)। মঙ্গলবার (৩১ জানুয়ারী)রাত সোয়া নয়টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের আমঝুপি রাজনগর মাঠের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।
মোটর সাইকেল চালক সদর উপজেলার উজলপুর গ্রামের হিতা বিশ্বাসের ছেলে এবং বাইসাইকেল চালকের বাড়ি রাজনগর গ্রামে। তার পিতার নাম মৃত মইফুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ঘটনার সময় বাইসাইকেলযোগে জাহিদ রানা মেহেরপুর থেকে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছুলে পেছন থেকে মোটরসাইকেল চালক সজল তাকে ধাক্কা দেয়। এতে তারা দুজনেই রাস্তার পাশে ছিটেকে পড়ে। এতে মাথায় গুরুতর আঘাতে নাক ও মুখ দিয়ে রক্তপাত হয় সজলের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার করেন। সজলের প্রাথমিক পরিচয় পাওয়া না গেলেও পরবর্তীতে পাওয়া যায়। জাহিদ রানাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে রাখা হলেও মুমূর্ষ অবস্থায় সজলকে কুষ্টিয়া মেডিকেলে রেফার করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক।
স্থানীয়রা জানায়, সামনে থেকে একটি বড় যানের আলোয় মোটর সাইকেল সামনে কি আছে তা দেখতে ব্যর্থ হন। ফলে বাইসাইকেলের সাথে এ ধাক্কা লাগে বলে মনে করছেন তারা।
আরও পড়ুন : মুজিবনগরে সেই অবৈধ যন্ত্রদানবের ধাক্কায় এবার ভাইবোন গুরুতর আহত ঘুমন্ত পুত্রবধূকে ধর্ষণ, শ্বশুরের যাবজ্জীবন কারাদণ্ড