106
মেহেরপুর বিআরটিএ অফিসে দুদকের অভিযানে একজনের জেল ও ২ জনের জরিমানা
মেহেরপুরের চোখ ডট কম, মেহেরপুর :
মেহেরপুর বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে এক দালালকে ২০০ টাকা জরিমানা ও তিন দিনের কারাদণ্ড দিয়েছে দুদক। আজ বুধবার দুপুরে আরটিএ কার্যালয়ে ছদ্মবেশে অভিযান চালিয়ে এ দালালকে আটক করে দুদকের দল। এ সময় শাওন খান নামের এক দালালকে সরকারি কাজে প্রতিবন্ধকতা তৈরি ও সরকারি আদেশ অমান্য করার দায়ে ২০০ টাকা জরিমানা ও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এছাড়াও নাজমুস সাকিব নামের আরেকজনকে ২০০ টাকা জরিমানা করে দুদক।
অভিযানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া দুদক কার্যালয়ের সহকারী পরিচালক সাইদুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির হোসেনসহ দুদকের একটি দল।
জানা যায়, নাম প্রকাশে অনিচ্ছুক কোন একজন ব্যক্তি দুদকের প্রদত্ত হট লাইন ১০৬ নম্বরে কল করে লাইসেন্স প্রদানে অনিয়মের অভিযোগ করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে ছদ্মবেশে আজ সকালে বিআরটিএ অফিসে ঘটনা সত্যতা যাচাই করে দুদক দলটি। এ সময় লাইসেন্স তৈরি করতে ১০ হাজার টাকা দাবি করে শাওন খান ও তার সহযোগী নাজমুস সাকিব। পরে উক্ত অভিযোগ প্রমাণিত হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দন্ডবিধি ১৮৬০ ও ১৮৮ মোতাবেক শাস্তি প্রদান করা হয়।