এম চোখ ডটকম, মুজিবনগর :
মুজিবনগর-মেহেরপুর প্রধান সড়কের মাটি বোঝাই ট্রলি (ট্রাক্টর) করে মাটি বহনের ফলে রাস্থার উপর মাটি পড়ে পরিবেশ নষ্ট হচ্ছে। এতে প্রতিনিয়ত অহরহ দূর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
অপরাধে ভ্রাম্যমান আদালত রবিউল, স্বপন ও কামাল হোসেন নামের তিন ট্রলি (ট্রাক্টর) ডাইভার নিকট থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।
আজসোমবার বেলা সাড়ে ৪টার সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার ওই জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মুজিবনগর-মেহেরপুর প্রধান সড়কের ইটভাটায় মাটি বোঝাই ট্রলি (ট্রাক্টর) করে মাটি বহনের ফলে রাস্থার উপর মাটি পড়ে পরিবেশ নষ্ট হচ্ছে ও নানান প্রতিবন্ধকতা খবর পেয়ে ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলে পৌঁছে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৯২ (০১) ধারায় তিন জনের নিকট থেকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। এসময় মুজিবনগর থানার এসআই হেকমত আলী ও উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান খান সেখানে উপস্থিত ছিলেন।