এম চোখ ডটকম মুজিবনগর :
মেহেরপুর ভৈরব নদের মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে মুজিবনগর উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে পাট জাগ দেয়া রোধ ও নিরুৎসাহিতকরণ কল্পে প্রশাসনের পক্ষে অভিযান পরিচালনা করা হয়।
গতকাল সোমবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টায় অভিযান চলাকালে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের পরিকল্পনায় পাট চাষীদের নদীতে জাগ দেয়া পাট তুলে ফেলতে বলেন।
এ সময় পাট জাগদানকৃত চাষিদের খুজে না পাওয়াই দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মাহবুব আলমকে পাট জাগদানকৃত চাষিদের খুজে বের করে জাগদানকৃত পাট তুলে ফেলার জন্য নির্দেশ প্রদান করা হয়। এ ছাড়াও পাট চাষী ভৈরবে নতুন করে আর পাট জাগ দিবে না মর্মে জানান। একই সময় উপস্থিত স্থানীয় জনগণকে যাতে ভৈরবে পাট জাগ দেয়া না হয় সে বিষয়ে সচেতন ও তৎপর থাকতে বলা হয়।
একই সময় পাট জাগ না দেয়ার উদ্দেশ্যে এ বিষয়ে সচেতনতামূলক বৈঠক হয় এবং পাট জাগ দেবার বিকল্প পদ্ধতি হিসেবে রিবন রেটিং পদ্ধতিতে পাট জাগ দেবার প্রক্রিয়া বুঝানো হয়।
মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন সরকারের নেতত্বে¡ উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান খান, উপসহকারী কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান রহমান, এসআই হেকমত আলী, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মাহবুব আলম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সমপ্রতি ভৈরব নদ খননের পর উন্মুক্ত জলাশায় হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভৈরব নদে মাছ ধরা, মানুষ ও গোবাদি পশুর গা ধোয়ার অনুমতি দিলেও পাট জাগ দেওয়া রোধ ও নিরুৎসাহিত করেন। এর আগে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে ওই নদীতে পাট জাগ না দেওয়া জন্য ৪টি ইউনিয়ন পরিষদের সহযোগিতায় বার বার মাইকিং করে জানানো হয় এবং বিভিন্ন ফোরামে কৃষক ভাইদের এবিষয়ে অবহিত করা হয়েছে। তারই অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।
মেহেরপুর-মুজিবনগর ভৈরব নদে পাট জাগ দেওয়া রোধ ও নিরুৎসাহিতকরণ কল্পে অভিযান
780