এম চোখ ডটকম,মেহেরপুর: মেহেরপুরের রাজনগরে দাপট দেখিয়ে ইন্টারনেট তার টানতে বাধা প্রদান, থানায় অভিযোগ বারাদী প্রতিনিধিঃ মেহেরপুর সদরের রাজনগরে ইন্টারনেট সংযোগ ক্যাবল টানতে বাধা প্রদানের অভিযোগ তুলেছে ইন্টারনেট ক্যাবল ব্যবসায়ী সেলিম রেজা। তিনি আম্বার আইটি লিমিটেড কোম্পানির একজন এজেন্ট হিসেবে অত্র অঞ্চলে ব্যবসা পরিচালনা করে আসছে। অভিযোগ সুত্রে জানা যায়,সেলিম তার লোকজন নিয়ে গত ২৮ ৯-২০২৩ বৃহস্পতিবার যুগিন্দা গ্রাম থেকে রাজনগর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার ইন্টারনেট ক্যাবলের লাইন টেনে চলে আসে। পরদিন সকাল (শুক্রবার) নটায় রাজনগর গ্রামের ডিস ব্যবসায়ী সাবদার আলী সেলিমের বাড়িতে গিয়ে ইন্টারনেটের তার খুলে নেওয়ার কথা বলে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসে। ঘটনার দিন বেলা ১২ টায় সেলিম রাজনগর শেখপাড়ার মাঠে গিয়ে দেখে প্রায় এক কিলোমিটার তার শত্রুতামূলক তার প্রতিপক্ষ ডিস ক্যাবল ব্যবসায়ী সাবদার আলী তার কেটে রেখে গেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে সেলিম রেজা মেহেরপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে।
মেহেরপুর রাজনগরে দাপট দেখিয়ে ইন্টারনেট তার টানতে বাধা প্রদান, থানায় অভিযোগ
655