104
মেহেরপুর শহরে উজ্জ্বল স্টোরে চুরি সংঘটিত
এম চোখ ডটকম, মেহেরপুর : :মেহেরপুর শহরের টেলিফোন অফিসের সামনে উজ্জ্বল স্টোর নামের একটি মুদি দোকানে চুরির ঘটনা ঘটেছে। গেল রাতের কোন এক সময় এই চুরির ঘটনা ঘটে।
উজ্জ্বল স্টোরের স্বত্বাধিকারী মাসুদুর রহমান উজ্জ্বল জানান রাতের বেলায় দোকান বন্ধ করে বাড়িতে যাই সকালে দোকান খুলতে এসে দেখি দোকানের টিন কাটা। টিন কেটে ভিতরে প্রবেশ করে দোকানে থাকা নগদ টাকা, সিগারেট কমল পানীয় সয়াবিন তেল সহ বিভিন্ন সামগ্রী নিয়ে গেছে চোরেরা। এতে নগদ টাকা সহ প্রায় ১৫ হাজার টাকার মালামাল খোয়া গেছে। এ ঘটনায় সদর থানার একটা টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।