মেহেরপুর শালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
এম চোখ ডটকম,মেহেরপুর:
মেহেরপুর সদর উপজেলা দক্ষিণ শালিকা মাধ্যমিক বিদ্যালযয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল আটটায় শালিকা বিদ্যালয় মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসেমের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহেরপুর সদর মনিরুল ইসলাম ।অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন আব্দুল আওয়াল প্রধান শিক্ষক শালিকা মাধ্যমিক বিদ্যালয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠা কালীন ছাত্র আব্দুল লতিফ , আজিজুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহাবুল হক, হাবিবুর রহমান ,জুলকার নাঈম, উম্মে কুলসুম ,নাজমু নাহার, আখতারুজ্জামান, মাসুদ রানা, আব্দুল মজিদ ,সুরুজ্জামান ,শাহিন আলম, মহাসিন আলী প্রমুখ। এসময় মোট ১১ টি ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১০০ দৌড়, ২০০ মিটার দৌড়, ৮০০ মিটার দৌড়, লহ বল নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, দীর্ঘ লাফ, ও যেমন খুশি তেমন সাজো।
এসময় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র ছাত্রীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।