মেহেরপুর সদরের পাটকেলপোতায় আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে আহত-৪
এম চোখ মেহেরপুর সদর উপজেলার পাটকেলপোতায় আমিন ফিলিং স্টেশনের অদুরে শ্যালো ইঞ্জিন চালিত দুটি আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে চার জন গুরুতর আহত হয়েছে। আজ রবিবার দুপুরের দিকে শ্যালো ইঞ্জিনচালিত দুটো আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় আলমসাধু চালক ও যাত্রী সহ চারজন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন মেহেরপুর সদর উপজেলা পিরোজপুর গ্রামের গোলাম শেখের ছেলে কাবিরুল ইসলাম (৪০) নুরপুর গ্রামের রমজান আলীর ছেলে বাবলু (৫০) একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে সাইফুল ইসলাম (৩৭) এবং চুয়াডাঙ্গা দৌলতদিয়াড়ের আলমসাধু চালক করিম মন্ডল (৬৫) নামের ৪ ব্যক্তি আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়াডাঙ্গা থেকে করিম মন্ডল মুদীখানার মালামাল নিয়ে মেহেরপুরের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা অপর আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্হলেই পাকা রাস্তায় ছিটকে পড়ে আহত হন সকলেই। স্হানীয়রা উদ্ধার করে ফায়ার সার্ভিসে খবর দিলে আহতদের উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে । করিম মন্ডলের বাম পায়ের হাঁটুর হাড় ভেঙে যাওয়ায় পরে তাকে সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিকেলে রেফার্ড করে।