মেহেরপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। স্থানীয় সরকার বিভাগের উপজেলা-০১ বিভাগের উপ সচিব মাসুরা বেগম স্বাক্ষরে পদটি শূন্য ঘোষণা করে ২১ নভেম্বর পত্র জারি করা হয়েছে। তবে শূন্য এ পদটিতে উপ নির্বাচন হচ্ছে না।
মেহেরপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম ২০ নভেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেন। পদত্যাগ পত্রটি মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক গ্রহণ করে পরবর্তী ব্যবস্থার জন্য মন্ত্রণালয়ে প্রেরণ করেন। এর প্রেক্ষিতে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ ওই পত্র জারি করে।
অ্যাড. ইয়ারুল ইসলাম মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মেহেরপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার আশায় দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচনে অংশ গ্রহণের লক্ষ্যেই তিনি পদত্যাগ করেছেন বলে ধারণা করা হয়। তবে পদত্যাগের পরে তিনি এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, জাতীয় সংসদ নির্বাচনে সময় দেওয়ার জন্যই পদত্যাগ করেছি।
এদিকে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদটি শূন্য হলেও উপ নির্বাচন হচ্ছে না।
উপজেলা পরিষদ আইন ১৯৯৮ এর ধরা ১৬ অনুসারে আকস্মিক পদশূণ্যতা পূরণের বিধান হলো- মেয়াদ পূর্তির ১৮০ দিন বা তদপেক্ষা বেশি সময় পূর্বে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের পদ শূন্য হতে হবে।
মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদটি শূন্য হয়েছে ২১ নভেম্বর। চলতি এই পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের ২ মে। প্রথম সভা থেকেই পরিষদের মেয়াদ শুরু হয়। ফলে মেয়াদ পূর্তির আগে ১৮০ দিন সময় নেই। তাই শূন্য এ পদটিতে উপ নির্বাচনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন নির্বাচন অফিসের এক কর্মকর্তা। আগামি ফেব্রুয়ারী মাসে উপজেলা পরিষদ নির্বাচন হওয়ার সিদ্ধান্ত রয়েছে ইসিতে। এ নির্বাচনের সাথেই অনুষ্ঠিত হবে মেহেরপুর সদর উপজেলা পরিষদের পরবর্তী নির্বাচন।