মেহেরপুর সদর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ায় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ।
এম চোখ ডটকম,মুজিবনগর: মেহেরপুর সদর উপজেলা পরিষদে লতিফুন নেছা লতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করলেন মেহেরপুর জেলা যুব মহিলা লীগ। শুক্রবার দুপুরে মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি সামিউন বুসরা পলির নেতৃত্বে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান লতিফুন নেছা লতা,মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা এডঃ রুত সোভা মন্ডল, মুজিবনগর উপজেলা সভাপতি তকলিমা খাতুন, সম্পাদিকা তাহমিনা খাতুন, মেহেরপুর সদর উপজেলা সাধারণ সম্পাদিকা রোজিনা খাতুন , মেহেরপুর পৌর কাউন্সিলর সারমিন আক্তার সহ যুব মহিলা লীগের নেতাকর্মীরে উপস্থিত ছিলেন । পুষ্প মাল্য অর্পণ শেষে প্যানেল নির্বাচনের ভোট দানকারী সহ সংশ্লিষ্ট সকলকে ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন এবং কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-সভাপতি সৈয়দা মোনালিসা ইসলামকে ধন্যবাদ জানান মেহেরপুর জেলা যুব মহিলা লীগের নেতৃবৃন্দ।