248
মেহেরপুর সরকারী মহিলা কলেজে বর্ষা যাপন আলাপ ও সংগীত আড্ডা উৎসব পালিত হয়েছে। রবিবার সকালে বাংলা বিভাগের আয়োজনে কলেজ চত্বরে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আশরাফুল ইসলামের সভাপতিত্বে এবং বাংলা বিভাগের প্রভাষক রুপালী বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ ও বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক ও জাতীয় কন্যা শিশু এডভোকেসী ফোরামের জেলা সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম,মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন ধুমকেতু,
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হাসানুজ্জামান ডাবলু ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ডঃ আতিয়ার রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকগণ। অনুষ্ঠানের প্রথম পর্বে বর্ষা নিয়ে মনোমুগ্ধকর ও অত্যান্ত গুরুত্বপূর্ণ আলোচনা ও আড্ডা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে বাংলা বিভাগ সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করেন।৷ এই বিশেষ আয়োজনে শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কলেজে এক চমৎকার ও আনন্দদায়ক পরিবেশ বিরাজ করছিল। অত্যান্ত আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় বর্ষা যাপন উৎসবের আলোচনা, আড্ডা ও সংগীত পরিবেশন।। শিক্ষার্থীরা আনন্দ ও।উচ্ছাসে মেতে উঠেছিল বাংলা বিভাগের এই ব্যতিক্রমী আয়োজনে।