এম চোখ ডটকম,মুজিবনগর : গুডনেইবারস বাংলাদেশ, মেহেরপুর সিডিপি’র উদ্যোগে সিডিপি’র অফিস চত্বরে প্রজেক্টে স্পন্সর শিশু ও মায়েদের নিয়ে “আমি কি হতে চাই” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ৩টায় সিডিপি’র প্রজেক্ট ম্যানেজার মি. বিভব দেওয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। এসময় তিনি বলেন ভালো মানের শিক্ষিত হয়ে যদি ভালো কিছু না করা যায় মানুষের মতো মানুষ না হওয়া যায় তাহলে ওই শিক্ষার কোন মূল্য নাই কারন কোন কিছু হওয়ার আগে মানুষের মতো মানুষ হতে হবে মানুষের মতো মানুষ না হলে ডাক্তার ইঞ্জিনিয়ার বিচারক ম্যাজিস্ট্রেট কোন কিছুই হয়ে দেশের বা পরিবারের কোনো উপকার হবে না তাই সব কিছু হওয়ার আগে মানুষের মতো মানুষ হতে হবে তাহলেই সব কিছুতেই সফল হওয়া দেশের ও পরিবারের উপকার হবে । সেই সাথে মায়েদের উদ্দেশ্যে বলেন আপনার শিশু সন্তান শুধু স্কলে দিলে হবেনা আপনাদের লক্ষ্য রাখতে হবে যে স্কুলে গিয়ে লেখা পড়া করছে কি না লেখা পড়ার পাশাপাশি সঠিক মানুষের মতো মানুষ হচ্ছে কিনা লেখা পড়ার সময় কোন বিষয় বা কোন কিছুতেই চাপ দেয়া যাবে না শুরু থেকেই খেয়াল রাখতে হবে আপনার শিশুর লক্ষ্য কোনদিকে। যে দিকে লক্ষ্য থাকবে সেই বিষয়ে সহযোগিতা এবং উৎসাহ দিতে হবে যাতে করে তার লক্ষে পৌছাতে পারে তাহলেই দেখবেন আপনার সন্তান সঠিক মানুষের মতো মানুষ হয়ে উঠবে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুর রব, গুডনেইবারস বাংলাদেশ, কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির সভাপতি মি: সংকর বিশ্বাস, মেহেরপুর সিডিপি’র সিনিয়র প্রেগ্রাম অফিসার এস.এম. রিফাত আল মাহমুদ, কো-অপারেটিভ অফিসার জয় চক্রবতী, ইউপি সদস্য মি: বাবুল মল্লিক ও রেহেনা খাতুন প্রমুখ। সিডিপি’র প্রজেক্ট ম্যানেজার মি. বিভব দেওয়ান বলেন,। ওই প্রজেক্টে স্পন্সর শিশু ও মায়েরা এসময় উপস্থিত ছিলেন। শেষে এলাকার অসহায় ও হতদরিদ্র পরিবারের ১হাজার ১৪৫ জন স্পন্সর শিশুর মধ্যে শিক্ষা, স্বাস্থ্য ও খাদ্য সামগ্রী বিতরণ উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস।
মেহেরপুর সিডিপি’র “আমি কি হতে চাই” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
239
previous post