মেহেরপুর সিডিপি’র উদ্যোগে আন্তজাতিক স্বাক্ষরতা দিবস পালিত
এম চোখ ডটকম,মুজিবনগর: “পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে স্বাক্ষরতার প্রসার” এ শ্লোগানে গুড নেইবারস্ বাংলাদেশ, মেহেরপুর সিডিপি’র উদ্যোগে গুড নেইবারস্ মেহেরপুর সিডিপি’র বল্লভপুর মিশন মাধ্যমিক বিদ্যালয় হলরুমে আন্তজাতিক স্বাক্ষরতা দিবস/২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে সিডিপি’র প্রজেক্ট ম্যানেজার মিঃ বিভব দেওয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বল্লভপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শতদল, বাগোয়ন ইউনিয়ন পরিষদের সদস্য মি. বাবুল মল্লিক, মেহেরপুর সিডিপি’র সিনিয়র প্রেগ্রাম অফিসার এস.এম. রিফাত আল মাহমুদ, সু-প্রতিবেশী মহিলা সমবায় সমিতির সভাপতি রেহেনা খাতুন প্রমুখ। সু-প্রতিবেশী মহিলা সমবায় সমিতির সদস্য ও স্পন্সর শিশুর মায়েরা এসময় উপ¯ি’ত ছিলেন।