223
মেহেরপুর সিডিপি’র সম্ভাব্য দাতা চিহিৃতকরণ সভা
এম চোখ ডটকম,মুজিবনগর: গুডনেইবারস বাংলাদেশ, মেহেরপুর সিডিপি’র উদ্যোগে সিডিপি’র অফিস হলরুমে সম্ভাব্য দাতা চিহিৃতকরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ৪টায় সিডিপি’র প্রজেক্ট ম্যানেজার মি. বিভব দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গুডনেইবারস বাংলাদেশ, মেহেরপুর সিডিপি’র সিনিয়র প্রেগ্রাম অফিসার এস.এম. রিফাত আল মাহমুদ,এডমিন অফিসার অশোক মালাকার, মেডিকেল অফিসার শুভ কুমার মজুমদার, সু-প্রতিবেশী মহিলা সমবায় সমিতির সভাপতি রেহেনা খাতুন, প্রমুখ। অনুষ্ঠানে সকল অংর্শগ্রহন কারী সম্ভাব্য দাতাগন উন্মমুক্ত আলোচনা সভায় অংগগ্রহন করেন। সকল অংর্শ গ্রহনকারী সম্ভাব্য দাতাগনের ইতিবাচক সম্মতি ছিল।