মেহেরপুর হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা কিট ও ডাস্টবিন উপহার দিল পৌরসভা
এম চোখ ডট কম, গাংনী :
মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন মেহেরপুর পৌরসভা মেয়র মাহফুজুর রহমান রিটন। শনিবার বেরা ১১টার দিকে পরিদর্শনকালে তিনি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার জন্য ৫০০ কীট এবং পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ১০ টি ডাস্টবিন প্রদান করেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক জমির মোহাম্মদ হাসিবুর সাত্তার পৌরসভার এ উপহার সামগ্রী গ্রহণ করেন।
পরিদর্শনকালে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন করেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। ডেঙ্গু আক্রান্ত রোগীদের মাধ্যে উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহববায়ক শহিদুল ইসলাম পেরেশান, প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন ও কাউন্সিলববুন্দ।
উপহার প্রদান শেষে পৌর মেয়র সাংবাদিককদের বলেন, পৌরসভার প্রতিটি ওয়ার্ডকে ডেঙ্গু মুক্ত করার লক্ষ্যে প্রতিনিয়তই ফগার মেশিন দ্বারা স্প্রে করা হচ্ছে এবং হাসপাতালে যেন ডেঙ্গু পরীক্ষার কিট সংকট না হয় সেজন্য কিট সরবরাহ করা হয়েছে। এছাড়াও ডেঙ্গু আক্রান্ত রোগীদের বাড়িতে বাড়িতে দুই সপ্তাহের জন্য খাবার সামগ্রী পৌঁছে দেয়া হবে।
হাসপাতালের তত্ত¡বধায়ক বলেন, বাইরে থেকে ডেঙ্গু পরীক্ষা করতে গেলে একজন রোগীর এক হাজার টাকা খরচ হয়। আর হাসপাতালে মাত্র ৫০ টাকায় সেই পরীক্ষা করানো হয়। কীট সংকটে যেন পরীক্ষা বন্ধ না হয় সেই লক্ষ্যে কাজ করছে হাসপাতাল কর্তৃপক্ষ। আরও দুই মাস ডেঙ্গুর এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে সকলকে সচেতন হওয়ার আহবান জানান তত্ত¡বধায়ক।
আরও পড়ুন : বাংলাদেশ সরকারি কর্মচারি কল্যাণ ফেডারেশন মেহেরপুর সদর উপজেলা কমিটি গঠন ডেঙ্গুতে আরও ১৪ জনের মৃত্যু, হাসপাতালে ২৮৬৫