মেহেরপুর ১ আসনের নৌকার পক্ষে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে শিবপুর গ্ৰামে শোডাউন
এম চোখ ডট কম, মুজিবনগর:
মুজিবনগর প্রতিনিধি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনের নৌকার পক্ষে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নে বিশাল শোডাউন করেছেন আওয়ামীলীগ ভক্ত নৌকা প্রেমি নেতা কর্মীরা।
বৃহস্পতিবার সন্ধ্যা রাতে মোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রফা গাইনের নেতৃত্বে শিবপুর গলাকাটা মোড় থেকে শুরু করে শিবপুর, ভবানীপুর, ও শিশ্বনাথপুর গ্ৰামে ঘুরে শোডাউনটি একই স্থানে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বজলুর গাইন, সাধারণ সম্পাদক এনামুল গাজি।
৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আসাদুল হক, সাধারণ সম্পাদক সাজেদুল গাজী, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মমিন মন্ডল , ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মনসুর আলী, মোনাখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি গাজী স্বপন, ও ছাত্রলীগের নেতাকর্মী,আরো উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল আওয়ামীলীগ ভক্ত ও নৌকা প্রেমি নেতাকর্মী উপস্থিত ছিলেন।