মেহেরপুর ১ আসনের সংসদ ফরহাদ হোসেনকে পূর্ণমন্ত্রী করায় মুজিবনগর আনন্দ র্যালি
মুজিবনগর প্রতিনিধি:
মেহেরপুর ১ আসনে টানা তৃতীয়বারের সংসদ সদস্য ফরহাদ হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী করায় জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ র্যালি করেছে মুজিবনগর উপজেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
শুক্রবার বিকেলে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মুজিবনগরের প্রাণকেন্দ্র কেদারগঞ্জ বাজারে
উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতার নেতৃত্বে বিশাল আনন্দ র্যালিটি সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বাগোয়ান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান মধু বিশ্বাস, সম্পাদক নজরুল ইসলাম,দারিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাকিম হক খোকন কমান্ডার, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন,দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান রবি , মুজিবনগর উপজেলা কৃষক লীগের সভাপতি জাহিদ হাসান রাজিব, সম্পাদক শাহিদুজ্জামান মানিক, উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দিন লাভলু, সাবেক সভাপতি রোকনুজ্জামান রোকন ,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক মতিউর রহমান মতিন, সদস্য শাহ ওয়ালিউল্লাহ সোহাগ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, ইয়ং বাংলা ফিউচার লিডারশিপের মুজিবনগর উপজেলা সভাপতি হাসানুজ্জামান লালটু ,দারিয়াপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহাজান সিরাজ দোলন, বাগোয়ান ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসতিয়াক, সম্পাদক সোহানুর রহমান সোহাগ, মোনাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু নাঈম ডালিম সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল আওয়ামীলীগ ভক্ত নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।