মেহেরপুর -১ আসনের স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন স্মৃতিসৌধের পুষ্পমাল্য অর্পণ।
এম চোখ ডটকম, মুজিবনগর : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা নির্বাচন অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দেওয়ার পর আজ শুক্রবার বিকেলে শহীদদের স্মরণে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ।
পুষ্প মালো অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সকলের জন্য উন্মুক্ত করেছেন । দলের নেতাকর্মীরা প্রার্থী হতে পারবেন । তাই সেদিকে লক্ষ্য রেখে আমিও মনোনয়ন জমা দিয়েছি । ডামি প্রার্থীর কথা আমরা শুনেছি আমরা অপেক্ষায় আছি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি বিজয়ী হবো বলে আশাবাদী । এ সময় জেলা যুবলীগের সদস্য তানভীর আহমেদ রানা , যুবলীগ নেতা শিপলু আহমেদ , তুষার আহমেদ, তুহিন আহমেদ, ডাবলু সহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।