মেহেরপুর-১ আসনে আ.লীগের মনোনয়নপত্র নিলেন যাঁরা
এম চোখ ডট কম, মেহেরপুর :
মেহেরপুর-১ আসনে (সদর ও মুজিবনগর) আওয়ামী লীগের মনোনয়নপত্র ক্রয় করেছেন সম্ভাব্য পাঁচ প্রার্থী। শনিবার রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন দলীয় মনোনয়ন প্রত্যাশীরা।
এরা হলেন- বর্তমান সংসদ সদস্য ও জনপ্রাশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. মিয়াজান আলী, সহ সভাপতি আব্দুল মান্নান এবং শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এএসএম ইমন। অপরদিকে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলামের মনোনয়নপত্র তুলেছেন তার এক ঘনিষ্টজন বলে জানা গেছে।
শনিবার সকাল ১০টায় রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। দলীয় প্রধান ও প্রধামন্ত্রী শেখ হাসিনা এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আগামী ২১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। এর পরেই কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে চুড়ান্ত হবে আসন ভিত্তিক কে পাচ্ছেন নৌকা প্রতীক তাঁর নাম।
মেহেরপুর-১ আসনে আরও বেশ কয়েকজন সম্ভাব্য প্রার্থী রয়েছেন। যাঁরা আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। প্রথম দিন চার জনের মনোনয়নপত্র সংগ্রহের খবর পাওয়া গেছে। তবে রোববা ও পরবর্তী দিনগুলোতে মনোনয়নপত্র সংগ্রহকারী সম্ভাব্য প্রার্থীদের সংখ্যা আরও বাড়বে বলে জানা গেছে।