মেহেরপুর-২ ।। উন্নয়ন ধরে রাখতে মানুষ নৌকায় ভোট দেবে- ডা: সাগর
এম চোখ ডট কম, গাংনী :
মেহেরপুর ২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী ডাক্তার আবু সালেহ মোঃ নাজমুল হক সাগর বলেছেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই মানুষ নৌকায় ভোট দেবে।
শনিবার বিকেলে তিনি গাংনী উপজেলার বামুন্দিতে গণসংযোগকালে এ কথা বললেন।
বামন্দি ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করে বামন্দি বাসস্টান্ডে সমবেত হন নেতাকর্মীদের নিয়ে নৌকার প্রার্থী। এসময় তিনি বাজারের প্রতিটি দোকানে হেঁটে হেঁটে গণ সংযোগ করেন। দোকানদার ও ক্রেতা ছাড়াও পথচারীসহ বিভিন্ন এলাকার মানুষের সাথে নৌকার ভোট প্রার্থনা করেন ডাক্তার নাজমুল হক সাগর।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, গেল ১৫ বছরে বাংলাদেশের যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তা দৃশ্যমান। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গঠনের যে প্রতিশ্রুতি শেখ হাসিনা দিয়েছেন তা অবশ্যই পূরণ হবে। এজন্য দরকার তার প্রতি আমাদের সবার সমর্থন। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং পিছিয়ে পড়া গাংনীকে এগিয়ে নিতে আবারো নৌকা প্রতীক বিজয়ী করার আহ্বান জানালেন তিনি।
গণসংযোগ কালে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইছার উদ্দিনসহ সভাপতি শহিদুল ইসলাম বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম শফিকুল আলম, গাংনী পৌর মেয়র আহমেদ আলী, কেন্দ্রীয় যুবলীগ নেতা রেজাউল ইসলাম রেজা, সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান লালনসহ স্থানীয় আ’লীগের নেতৃবৃন্দ।