মেহেরপুর-২ আসনে আ.লীগের মনোনয়নপত্র নিলেন ৮ জন
এম চোখ ডট কম, গাংনী:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন গাংনীর আট জন সম্ভাব্য প্রার্থী। শনিবার তারা দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এরা হলেন- মেহেরপুর-২ আসনের বর্তমান সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক, গাংনী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. একেএম শফিকুল আলম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ এ এস এম সাগর, যুবলীগের কেন্দ্রীয় নেতা রেজাউল ইসলাম রেজা ও সাবেক অতিরিক্ত সচিব ড. আশরাফুল ইসলাম।
জানা গেছে, আরও কয়েকজন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র কিনতে পারেন। আগামি ২১ নভেম্বর দলীয় মনোনয়পত্র সংগ্রহ ও দাখিলের শেষ দিন। এদিনের পরেই আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে আসন ভিত্তিক নৌকা প্রতীক বরাদ্দ করা হবে। এ চুড়ান্ত তালিকা প্রাপ্তির জন্য অর্থাৎ কে হচ্ছেন গাংনীর নৌকার মাঝি তার দেখার জন্য ২৭/২৮ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে জানা গেছে।