এম চোখ ডট কম, গাংনী:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন নির্বাচনী আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)। মেহেরপুর-২ (গাংনী) আসনে সেই জায়গাটি পেয়েছেন দলটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমান জনি।
জাতীয় প্রেস ক্লাবে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে আগাম এই প্রার্থীতা ঘোষণা করেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।
সংবাদ সম্মেলনে আগামি নির্বাচনে প্রার্থীদের পরিচয় ও এনডিএম এর অবস্থান তুলে ধরেন দলটির চেয়ারম্যান।
জাবেদুর রহমান জনি গাংনীর বাসিন্দা। তিনি এনডিএম এর প্রতিষ্ঠাকালীন সময় থেকে দলের সাথে আছেন। কম্পিউটর ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা শেষ করে তিনি পিতার ব্যবসার হাল ধরেন। সামাজিক উন্নয়ন মূলক কাজের পাশাপাশি তিনি যুক্ত হন রাজনীতিতে। জনসেবার লক্ষ্যে রাজনীতিতে সম্পৃক্ত হয়েছেন বলে জানান জাবেদুর রহমান জনি। গত নির্বাচনে এ আসনটিতে জাবেদুর রহমান জনি এনডিএম এর হয়ে গণএক্যের প্রার্থী ছিলেন।