মোতালেব হোসেন বিজয়ী
এম চোখ ডট কম, গাংনী:
গাংনী পৌরসভার সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে মোতালেব হোসেন বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন। পাঞ্জাবী প্রতীকে তিনি ভোট পেয়েছেন ৮১৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক কাউন্সিলর বদরুল আলম (টেবিল ল্যাম্প) পেয়েছেন ৫৪৭ ভোট।
অপরপ্রার্থী শফিউল আলম (উটপাখি) পেয়েছেন ২৫০ ভোট। নির্বাচন থেকে সরে যাওয়া প্রার্থী ছানোয়ার হোসেন (পানির বোতল) পেয়েছেন ৪৯ ভোট।
সাত নম্বর ওয়ার্ডে মোট ২৪৬৪ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৬৬১ জন।
ওয়ার্ড কাউন্সিলর মোকসেদ হোসেনের মৃত্যুজনিত কারণে পদটি শূন্য হয়।
এদিকে ফলাফল ঘোষণার পর নব নির্বাচিত কাউন্সিলর মোতালেব হোসেনকে ফুলের মালা দিয়ে বরণ করেছেন মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনসহ আওয়ামী লীগ নেতাকর্মী ও মোতালেব হোসেনের সমর্থকরা।