212
এম চোখ ডট কম, ডেস্ক: মোবাইল ডাটা আনলিমিডেট মেয়াদ করা হয়েছে। গ্রাহকদের দীর্ঘদিনের দাবির পেক্ষিত্রে সরকারি আদেশে এ সিদ্ধান্ত নেয় মোবাইল অপারেটর কোম্পানীগুলো। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
গ্রামীণ, বাংলালিংক, রবি ও টেলিটক গ্রাহকরা মেয়াদ বিহীন মোবাইল ডাটা ব্যবহারের সুযোগ পাচ্ছেন। মেয়াদের সীমাবদ্ধতা তুলে নেওয়ায় আজ থেকেই এ সেবা পাচ্ছেন গ্রাহকরা। জানা গেছে, রবিতে ৩৯৯ টাকায় ১০ জিবি, বাংলালিংক ৩০৬ টাকায় ৫ জিবি ও টেলিটকে ৩০৯ টাকায় ২৬ জিবি এবং ১২৭ টাকায় ৬ জিবি ডাটা কেনা যাবে। আনলিমিটেড ডাটা প্যাকেজের মধ্যে গ্রামীণ ফোনে ১০৯৯ টাকায় ১৫ জিবি ও ৪৪৯ টাকায় ৫ জিবি প্যাকেজ অফার রয়েছে। আনলিমিটেড ডাটা প্যাকেজের মেয়াদ এক বছর। অর্থাৎ আনলিমিটেড বলা হলেও সেটি এক বছরের বেশি সময় ব্যবহার করা যাবে না। আরও পড়তে পারেন নগদ মোবাইল ব্যাংকিং সেবা মোবাইল অপারেটর কর্তৃক (মেয়াদবিহীন) ডাটা প্যাকেজ এবং নিরবিচ্ছিন্ন মাসিক ইন্টারনেট প্যাকেজ এর উদ্বোধনী অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জাব্বার বলেন, মোবাইল অপারেটরদের গ্রাহক সেবার মান আরও বেশি উন্নত করতে হবে। বাংলাদেশে প্রত্যেকদিন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কারণ মানুষের ইন্টারনেট সেবার প্রয়োজন। গ্রাহকের আরও সুবিধা বিবেচনায় রাখতে মোবাইল অপারেটরদের প্রতি আহবান জানিয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ আজ দৃশ্যমান। এটি কোন কাল্পনিক বিষয় নয়। ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে অনেকেই আজ কষ্টের জীবন বদলে সুখে জীবন-যাপন করছেন। আমরা যদি শতভাগ মানুষকে এর সুবিধার আওতায় আনতে পারি তাহলে দেশ আরও এগিয়ে যাবে। ডিজিটাল বাংলাদের বিভিন্ন দিক বর্ণনা করে ডাক ও টেলযোগাযোগ মন্ত্রী আরও বলেন, সরকার সব সময় চেষ্টা করছে ডিজিটাল বাংলাদেশের সেবা নিশ্চিত করার জন্য। দেশের মানুষের ইন্টারনেট সেবা দেওয়ার বিষয়ে মোবাইল অপারেটর কোম্পানীগুলোর বড় ভুমিকা রয়েছে। দেশের স্বার্থেই তারা আরও উন্নত গ্রাহক সেবা নিশ্চিত করবে। সেবার মান বৃদ্ধি করে গ্রাহকদের সন্তুষ্টি করতে পারলেই ব্যবসায়ও লাভবান হবে বলেও প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার ও মোবাইল অপারেটর কোম্পানী প্রতিনিধিবৃন্দ। উল্লেখ্য, আনলিমিটেড ডাটার বিষয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ রয়েছে বহুদিন থেকেই। গ্রাহকরদের এ দাবি পূরণে প্রথমে এগিয়ে আসে রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর কোম্পানী টেলিটক। গেল ১৫ মার্চ থেকে আনলিমিটেড মেয়াদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে টেলিটক।