এম চোখ ডটকম, বারাদী
মেহেরপুর সদরের মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় কর্তৃক আয়োজিত নানা আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাব্বারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাহফুজুল হোসেন জেলা মধ্যমিক শিক্ষা অফিসার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন (অবঃ)উপজেলা শিক্ষা অফিসার মেহেরপুর, আনারুল ইসলাম সদর একাডেমিক সুপারভাইজার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুর রহমান । নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন শিক্ষা জীবন সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য উপযুক্ত সময়। এই সময়ের যে সদ্ব্যবহার করে ভালো ফলাফল করতে পারবে সে দেশ ও সমাজের জন্য উল্লেখযোগ্য অবদান রাখতে পারবে। আর যারা অবজ্ঞা অবহেলায় দিন কাটাবে তারা সমাজকে বা দেশকে কিছুই দিতে পারবে না তারা জাতির জন্য বোঝা স্বরূপ। অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং অত্র বিদ্যালয়ের ৪০তম বিসিএস ( শিক্ষা) ক্যাডারের দুই কৃতি শিক্ষার্থী মোছঃ সাদিকা আফরোজ ও মোছাঃ আফরোজা ( মনি) কে ক্রেস্ট প্রদান করা হয়। পরে নবাগত ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এসময় সহকারি শিক্ষক সোহেল রানা, আব্দুস সামাদ, কামাল, মোখলেছুর রহমান, মোস্তাফিজুর রহমান, মিলন, জুয়েল, নাসিমা, সাথী, এবং অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।