মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত
এম চোখ ডটকম,বারাদী: মেহেরপুর সদরের মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি-২৪ পরীক্ষার্থীদের বিদায়, নবীন বরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১০ টায় মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় কর্তৃক আয়োজিত নানা আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী রেজা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোনিরুল ইসলাম উপজেলা শিক্ষা অফিসার,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন,বারাদী ক্যাম্প ইনচার্জ এস আই দেবাশীষ,আতিয়ার রহমান,বিল্লাল হেসেন,সাজ্জাদুর রহমান মোলাম,রুহুল আমিন হাওলাদার, সাবেক প্রধান শিক্ষক আইয়ুব আলী, রবিউল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার বলেন নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন শিক্ষা জীবন সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য উপযুক্ত সময়। এই সময়ের যে সদ্ব্যবহার করে ভালো ফলাফল করতে পারবে সে দেশ ও সমাজের জন্য উল্লেখযোগ্য অবদান রাখতে পারবে। আর যারা অবজ্ঞা অবহেলায় দিন কাটাবে তারা সমাজকে বা দেশকে কিছুই দিতে পারবে না তারা জাতির জন্য বোঝা স্বরূপ। পরে নবাগত ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক তারেক মুসা, তৌহিদুল ইসলাম, কিবরিয়া, ইউনুস, রামা দাস, একরামুল হক, ফারুক হোসেন সালমা পারভীন নাসিমা খাতুন মজিবর রহমান, সেলিনা আক্তার, হারুন অর রশিদ, সিদ্দিকুর রহমান , অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।