এম চোখ ডটকম, বারাদী:
মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার বেলা ১০ ঘটিকায় মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাহফুজুল হোসেন জেলা মধ্যমিক শিক্ষা অফিসার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের সভাপতি বারাদী ইউনিয়ন চেয়ারম্যান ও মেহেরপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন। বারাদী ক্যাম্প ইনর্চাজ এস আই মোফিজুল হোসেন, সাবেক ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি নাজিম উদ্দীন, সাজ্জাদ হোসেন মোলাম, জাকির হোসেন লিটন, মুনছুর আলী, ইসরাইল হোসেন,, নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন শিক্ষা জীবন সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য উপযুক্ত সময়। এই সময়ের যে সদ্ব্যবহার করে ভালো ফলাফল করতে পারবে সে দেশ ও সমাজের জন্য উল্লেখযোগ্য অবদান রাখতে পারবে। আর যারা অবজ্ঞা অবহেলায় দিন কাটাবে তারা সমাজকে বা দেশকে কিছুই দিতে পারবে না তারা জাতির জন্য বোঝা স্বরূপ। অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ইসলামি বই প্রদান করা হয়। পরে নবাগত ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এসময় সহকারি শিক্ষক ইউনুস আলী, ফারুক হোসেন, হারুনার রশিদ,তৌহিদুল, রামা দাশ, খরশেদ আলম, কিবরিয়া, ক্রীড়া শিক্ষক এ এইস এম কামাল,অফিস সহকারী সিদ্দিক,সালমা পারভিন,নাছিমা খাতুন, শেলিনা আক্তার, প্রমুখ।