যথাযোগ্য মর্যাদায় মুজিবনগর পালিত হলো ঐতিহাসিক ৭ই মার্চ
এম চোখ ডটকম,মুজিবনগর: : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকায় রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান ) তার ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন । ৭ই মার্চ শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্যই এটি গুরুত্বপূর্ণ দিন , পাঁচ দশক আগে এই দিনেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করতে লাখো মানুষকে ডাক দিয়েছিলেন । এ ভাষণ এখনো অনুপ্রেরণা যোগায় । দিনটি উপলক্ষে মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার ভারপ্রাপ্ত নাজমুস সাদাত রত্নের নেতৃত্বে মুজিবনগর কমপ্লেক্সে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন এসময় সাথে ছিলেন উপজেলা এলজিইডি ইন্জিনিয়ার খালিদ হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান, মুজিবনগর থানার ওসি তদন্ত আব্দুল আলিম ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজা , বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন , মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু মুজিবনগর মডেল সঃ প্রাঃ প্রধান শিক্ষক গোলাম ফারুক স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও তৌফিক আহমেদ। পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান মুজিবনগর থানার পক্ষে ওসি তদন্ত আব্দুল আলীম, মুক্তিযোদ্ধাদের পক্ষে শ্রদ্ধা জানান বীর মুক্তিযোদ্ধা আহসান আলী, বাংলাদেশ আনসার ও ভিডিপির পক্ষে উপজেলা আনসার ভিডিপি অফিসার মিরাজুল ইসলাম , উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম তোতার নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কালাম আজাদ , বাগোয়ান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান মধু ,সম্পাদক নজরুল ইসলাম, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তকিম হক খোকন, কৃষক লীগের সভাপতি জাহীদ হাচান রাজীব, সম্পাদক শাহিনুজ্জামান মানিক,, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম আজাদ ,সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল নেতা কর্মী উপস্থিত ছিলেন । এবং শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তৌফিক আহমেদ, ফায়ার সার্ভিস মুজিবনগর, পল্লী বিদ্যুৎ সমিতি মুজিবনগর , স্বেচ্ছাসেবকলীগের পক্ষে শ্রদ্ধা জানান উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক মতিউর রহমান মতিন, শ্রদ্ধা জানান উপজেলা যুব মহিলালীগের সভাপতি তকলিমা খাতুন ও সম্পাদিকা তহমিনা খাতুন, ইয়ং বাংলা ফিচার লিডারশিপ মুজিবনগর শাখার পক্ষে সভাপতি হাসানুজ্জামান লালটু, সম্পাদক মতিউর রহমান মতিন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয় । পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বিশিষ্ট সংগীত শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।