রাজনৈতিক সংকট নিরসনে সংলাপ সমঝোতার দাবিতে গাংনীতে মানববন্ধন
এম চোখ ডট কম, গাংনী:
বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও সমঝোতার আহবানে গাংনীতে মানববন্ধন করেছে সু-শাসনের জন্য নাগরিক (সুজন)। আজ শনিবার বেলা ১১টার দিকে গাংনী প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মেহেরপুর জেলা সুজন সাধারণ সম্পাদক সৈয়দ জাকির হোসেন। সভাপতিত্ব করেন গাংনী উপজেলা সুজন সভাপতি আব্দুর রশিদ। সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সুজন সাধারণ সম্পাদক আবু সাদাত মোঃ সায়েম পল্টু, সমাজ বিশ্লেষক রফিকুল আলম পথিক, জাপা কেন্দ্রীয় সহ সভাপতি আব্দুল হালিম, মেহেরপুর জেলা ওয়ার্কাস পার্টি সভাপতি কমরেড আব্দুল মাবুদ ও হাঙ্গার প্রজেক্ট সমন্বয়কারী হেলাল উদ্দীন প্রমুখ।