উত্তরায় ক্রেন-রাডার দূর্ঘটনায় নিহত রুবেলের বাড়ি মেহেরপুর
এম চোখ ডট কম, মেহেরপর :
ঢাকার উত্তরায় ক্রেন-রাডার দূর্ঘটনায় নিহত রুবেলের বাড়ি মেহেরপুর। মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রাম বলে দাবি করেছেন তার স্বজনরা। যদিও এলাকায় তাকে চেনেন আয়ূব আলী নামে। গতকাল সোমবার ঢাকার উত্তরায় তার ছেলে হৃদয় আলীর বৌভাত শেষে প্রাইভেটকরে ছেলে ও ছেলের বৌকে পৌঁছে দেবার জন্য রওনা দেন তিনি। পথিমধ্যে ক্রেন দূর্ঘটনায় তার মুত্যু হয়। এ ঘটনায় মারাত্মক আহত হয় তার ছেলে হৃদয় আলী। ঘটনাটি শোনার পর থেকেই রাজনগর গ্রামেতার স্বজনদের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের স্বজনরা জানান, ২২ বছর আগে গার্মেন্টেসে চাকুররি জন্য গ্রাম থেকে ঢাকায় চলে যান রুবেল হোসেন। সেখানে দীর্ঘদিন চাকুরির পর বিভিন্ন ধরনের ব্যবসা শুরু করেন। গেল ১০/১২ দিন আগেও তিনি গ্রামে এসেছিলেন।
এমন দূর্ঘটনায় ক্ষোভ বিরাজ করছে নিহতদের স্বজনদের পরিবারে। তাদের দাবি ঠিকাদারি প্রতিষ্ঠান ও কর্মরত শ্রমিকদের অবহেলার কারণে এমন দূর্ঘটনায়। আর তাদের ভূলের মাসুলে ঝে গেল বেশ কয়েকটি তাজা প্রাণ। এর দৃষ্টান্তমূলক শাস্তীর দাবি জানান তারা।
আরও পড়ুন :
‘গার্ডারের নিচে পড়ে আমার পুরো পরিবার ধ্বংস হয়ে গেল’