শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মুজিবনগরে আলোচনা সভা অনুষ্ঠিত
এম চোখ ডট কম, মুজিবনগর প্রতিনিধি:
মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানের এ দেশীয় দোসর আল- বদরের সাহায্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও বিভিন্ন স্থান থেকে শিক্ষক সাংবাদিক চিকিৎসক ও সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন পেশার বরেণ্য ব্যক্তিদের অপহরণ করা হয় । পরে নিদারুণ যন্ত্রণা দিয়ে রায়েরবাজার ও মিরপুরে তাদের হত্যা করা হয়।
.যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের লক্ষ্যে জাতীয় কর্মসূচির গ্রহণ করেছে বাংলাদেশ সরকার । তারই অংশ হিসেবে মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আজগর আলীর সভাপতিিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুস সাদাত রত্ন , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান , মুজিবনগর থানার ওসি তদন্ত আব্দুল আলিম , উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাশরুবা আলম , উপজেলা জনসাস্থ্য ও প্রকৌশল কর্মকর্তা জাহাঙ্গীর আলম, আনসার অ্যান্ড ভিডিপি কর্মকর্তা মিরাজুল ইসলাম , বীর মুক্তিযোদ্ধা আহসান আলী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভার সার্বিক সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলাউদ্দিন।