শান্তিপূর্ণ পরিবেশে গাংনীর তিন ওয়ার্ডে উপ নির্বাচন সম্পন্ন
এম চোখ ডট কম, গাংনী :
সুষ্ঠু পরিবেশে শান্তিপূর্ণভাবে মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ও ষোলটাকা ইউনিয়নের তিনটি ওয়ার্ডের সাধারণ সদস্য (মেম্বার) পদের উপ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এ নির্বাচন ৭ নম্বর সাহারবাটি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মহিবুল ইসলাম, ৩নং ওয়ার্ডে আবুল বাসার এবং ষোলটাকা ইউনিয়নের ১নং ওয়ার্ডে তহিদুল ইসলাম তুহিন বিজয়ী হয়েছেন।
শনিবার বিকেলে ভোট গণনা শেষে স্ব স্ব কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ভোটের ফলাফল ঘোষণা করেন।
এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত বিরতীহীন ভোট গ্রহণ করা হয়। যদিও ইউনিয়ন পরিষদের ওয়ার্ড উপ নির্বাচন তবুও নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছিল। এছাড়াও পুলিশের ভ্রাম্যমাণ টিম ও নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ নির্বাচনের মাঠে দায়িত্ব পালন করেন।
তিনটি ওয়ার্ড উপ নির্বাচনের রির্টার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন গাংনী উপজেলা নির্বাচন অফিসার কামরুল ইসলাম।
জানা গেছে, সাহারবাটি ইউনিয়নের দুর্লভপুর ও ভোমরদহ গ্রামের বিলপাড়া নিয়ে গঠিত ২নং ওয়ার্ড। এ ওয়ার্ডের উপ নির্বাচনে মহিবুল ইসলাম (মোরগ প্রতীক) ৬২৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মহাবুবুর রহমান (ফুটবল প্রতীক) পেয়েছেন ৬০৮ ভোট।
ভোমরদহ গ্রামের বাকি অংশ নিয়ে গঠিত ৩নং ওয়ার্ড। এ ওয়ার্ডে আবুল বাসার (মোরগ প্রতীক) ৪১৯ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী হাবিবুর রহমান কাবেল (ফুটবল) পেয়েছেন ৪১৬ ভোট। অপর প্রার্থী শফিউল ইসলাম (তালা) ৩৫৪ ভোট এবং হাফিজুল ইসলাম (টিউবওয়েল) ৭ ভোট পেয়েছেন।
৬ নম্বর ষোলটাকা ইউনিয়নের মহেষপুর ও চেংগাড় গ্রাম নিয়ে গঠিত ১ নং ওয়ার্ড। এ ওয়ার্ড তহিদুল ইসলাম (ক্রিকেট ব্যাট) ৭২৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আবু সাইদ (ফুটবল প্রতীক) পেয়েছেন ৬৫৬ ভোট। অপর প্রার্থী আশাদুল ইসলাম (টিউবওয়েল) ৪৯১ ভোট, রাকিবুল ইসলাম (তালা) ১৮৩ ভোট ও মহিবুল ইসলাম (মোরগ) ১১৫ ভোট পেয়েছেন।
রিটার্নিং অফিসার সুত্রে জানা গেছে, সাহারাটি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মেম্বার রফিকুল ইসলাম গেল আগস্টে, ৩ নম্বর ওয়ার্ড মেম্বার সাবান আলী গত অক্টোবর মাসে এবং ষোলটাকা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মেম্বার ইদ্রিস আলী জানুয়ারী মাসে মৃত্যুবরণ করলে আসন তিনটি শুণ্য ঘোষিত হয়।