শেখ হাসিনার উন্নয়ন কোন নির্দিষ্ট দলের নয়; সকলের-গাংনীতে পথসভায় ডা: সাগর
এম চোখ ডট কম, গাংনী :
শেখ হাসিনার উন্নয়ন শুধু আওয়ামী লীগের জন্যই নয়; দেশের সব দলের মানুষই উন্নয়নের সুবিধা ভোগ করছেন। বয়স্ক বিধবা ভাতা, গৃহহীনদের জন্য গৃহ, সরকারি চাকরি সর্বোপরি ডিজিটাল পরিষেবা সকলেই ভোগ করছেন। শেখ হাসিনা আমার ক্ষমতায় আসলে সবার জন্যই এই উন্নয়ন উন্মুক্ত থাকবে।
শুক্রবার রাতে গাংনী উপজেলার গাজীপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে পথসভায় উপরোক্ত কথাগুলো বলেন মেহেরপুর ২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাক্তার আবু সালেহ মোঃ নাজমুল হক সাগর।
নৌকা প্রতীক বিজয়ী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই জনপদ একসময় সন্ত্রাস কবলিত ছিল। বছরের পর বছর মানুষ রাত জেগে নিরাপত্তার জন্য পাহারা করেছেন। চুরি ডাকাতি ছিনতাই আর বোমাবাজিতে অতিষ্ঠ ছিলেন গাংনী উপজেলার মানুষ। শেখ হাসিনা সরকার মানুষকে রাতে নির্বিঘ্নে ঘুমানো আর দিনে স্বাধীনভাবে চলাফেরার সুযোগ তৈরি করে দিয়েছেন। তাই শান্তির পক্ষে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি।
সন্ধ্যায় কাজিপুর ইউনিয়নের সাহেবনগর গ্রামে পৌঁছালে সেখানে বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থকরা ফুল দিয়ে বরণ করেন আওয়ামীলীগ প্রার্থীকে। সাহেবনগর গ্রামের পথসভা হয়ে কাজিপুর গ্রামের বিভিন্ন পাড়া মহল্লা, কল্যাণপুর, হাড়াভাঙ্গা এবং ব্রজপুর গ্রামসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ ও পথসভায় অংশগ্রহণ করেন আওয়ামী লীগ প্রার্থী নাজমুল হক সাগর।
পথসভায় আরো বক্তৃতা করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড একেএম শফিকুল আলম, মহিলা বিষয়ক সম্পাদক নুরজাহান বেগম, কেন্দ্রীয় যুবলীগের সদস্য রেজাউল ইসলাম রেজা ও জাকির হোসেন ও কাজিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ স্বপন সহ নেতৃবৃন্দ।