639
এম চোখ ডটকম,বারাদী: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মেহেরপুরের বারাদী ইউনিয়ন পরিষদে বিনামূল্যের শিশুদের জন্ম নিবন্ধন ও জন্মসনদ প্রদান করা হয়েছে। আজ (বৃহস্পতিবার ২৯শে সেপ্টেম্বর) সকালে বারাদী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের কক্ষে ১০ জন নবজাতক শিশুর অভিভাবকদের জন্মসনদ, মিষ্টি বিতরণ ও ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়। ইউপি চেয়ারম্যান মোমিনুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ইউনিয়নের ১-৪৫ দিনের সকল নবজাতক শিশুকে বিনামূল্যে জন্ম নিবন্ধনের আওতায় আনা হচ্ছে সেইসাথে তাদেরকে জন্মসনদ, মিষ্টি ও ফুল দিয়ে অভিনন্দন জানানো হচ্ছে। তিনি আরো বলেন, এই কর্মসূচির আওতায় যে সকল অভিভাবকদের জন্ম সনদ নাই তাদেরকেও বিনামূল্যে জন্ম সনদ দেওয়া হবে। তিনি উপস্থিত অভিভাবকদেরকে এ বিষয়ে অন্যান্য অভিভাবক দের উদ্বুদ্ধ করার পরামর্শ দেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব আজিম উদ্দিন, ইউপি সদস্য খাকছার আলী, মীর শফি, রবিউজ্জামান বাবু, রিপন আলী, কামরুজ্জামান মুকুল, জাহাঙ্গীর আলম বাবু, আনারুল ইসলাম, সুলতান মল্লিক, জাকির হোসেন লিটন, পরিবার পরিকল্পনা পরিদর্শক সরোয়ার পারভেজ, পরিবার কল্যাণ সহকারী গীতারানী, আসমা খাতুন, নুরজাহান বেগম, রশিদা খাতুন, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আল মামুন, ইউপি দফাদার মনিরুল ইসলামসহ গ্রাম পুলিশবৃন্দ।