255
শ্রমিকদের দাবী বাস্তবায়নে চতুর্থ দিনের মত কর্মসূচি পালন
এম চোখ ডটকম,বারাদী : মেহেরপুর বীজ উৎপাদন খামার বিএডিসি বারাদীতে শ্রমিক মুজুরী বৃদ্ধি, দুটি পুর্নাঙ্গ উৎসব বোনাস প্রদান ও শ্রমিক নিয়মিত করণসহ ১৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ৪র্থ দিনের মত মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও র্্যালী করেছে বারাদী খামারের শ্রমিকেরা। সোমবার (২৪/০২/২৩) সকাল সাতটায় শ্রমিকদের দাবি বাস্তবায়নে খামার প্রাঙ্গণ থেকে একটি র্্যালী বের হয়। বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে দশ দিন ব্যাপী এ কর্মসূচি পালন করবে বলে জানান বারাদী কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সভাপতি আলতাব হোসেন।