ষোলটাকা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন সভাপতি ইসমাঈল,সম্পাদক জয়
এম চোখ ডটকম,গাংনী: গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়ন ছাত্রলীগের আগামী (০১) বছরের জন্য আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম(সেন্টু) ও সাধারণ সম্পাদক আসিফ ইকবাল (অনিক) স্বাক্ষরিত কমিটিতে ইসমাঈল হোসেনকে সভাপতি ও তানভির আহমেদ জয়কে সাধারণ সম্পাদক করে (০৯) সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ সভাপতি শাকিল আহমেদ, আরাফাত হোসেন, সজল (ফরাজী, যুগ্ন সাধারণ সম্পাদক হৃদয় আহমেদ, আরিয়ান আহমেদ মাহফুজ, সোহাগ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক শাহপরান। এসময় উপজেলার ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু বলেন, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও নতুন নেতৃত্ব সৃষ্টির উদ্দেশ্যে যারা ত্যাগী, আওয়ামী পরিবারের সন্তান, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী এবং জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করবে তাদের নিয়েই সামনের কমিটিগুলো করা হব।