571
সড়ক দুর্ঘটনায় গাংনীর মুদি ব্যবসায়ির মৃত্যু
এম চোখ ডটকম,গাংনী: শহরের বিশিষ্ট মুদি ব্যবসায়ি ও গাংনী মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আফরোজা পারভিনের স্বামী রবিউল ইসলাম(৫৫) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। একই সাথে আহত হয়েছে ব্যবসায়ি খাইরুল ইসলাম। আজ বিকেল চারটার দিকে কুষ্টিয়া বাইপাস এলাকায় এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, রবিউল ইসলাম ও খাইরুল ইসলাম জরুরী কাজে মোটরসাইকেল যোগে কুষ্টিয়া যাচ্ছিলেন। বাইপাস এলাকায় পৌছালে একটি ট্রাক তাদেরকে সামনা সামনি ধাক্কা দিলে দু’জনই রাস্তার উপর ছিটকে পড়েন। ঘটনা স্থলেই মারা যান রবিউল ইসলাম। আহত হন খাইরুল ইসলাম। এদিকে স্থানীয় লোকজন ট্রাকটিকে আটকানোর চেষ্টা করে ব্যর্থ হন।
খবর পেয়ে কুষ্টিয়া থানা পুলিশের একটি টীম ঘটনাস্থলে পৌছান ও মরদেহ তাদের হেফাজতে নেন।