এম চোখ ডটকম,ডেস্ক: সন্ধান মিলেছে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের একটি মাঠ থেকে মরদেহ উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর। গতকাল সোমবার দুপুরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানা পুলিশের একটি টীম লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। সে গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের নিশিপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের স্ত্রী বুলু আরা খাতুন(৩০)। বর্তমানে সে সদর উপজেলার পিরোজপুর প্রামের আহসানের দ্বিতীয় স্ত্রী। মেহেরপুর মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল জানান, মহাজনপুর গ্রামের রাজ্জাকের ইটভাটার পাশে গমক্ষেতে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে মাঠের লোকজন স্থানীয় ইউপি সদস্য কালু মিয়াকে জানান। পরে তিনি পুলিশে খবর দেন। পুলিশ অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করে। লাশের গলায় ও কপালের উপরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে শ^াস রোধ করে হত্যা করা হয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে এবং কারা এ হত্যাকা-ে জড়িত তা খুঁজে বের করার চেষ্টাও করা হচ্ছে। সেই সাথে মরদেহটি ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। মরদেহ সনাক্ত করার ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সন্ধান মিলেছে মুজিবনগরে মরদেহ উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর
204
previous post