এম চোখ ডটকম, মুজিবনগর :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. ইব্রাহীম শাহিন, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা যুবমহিলালীগের সাধারন সম্পাদিকা এ্যাড. রুত শোভা, উপজেলা যুবমহিলা লীগের সভাপতি তকলিমা খাতুন, সাধারন সম্পাদিকা তহমিনা খাতুন, উপজেলা কৃষকলীগের সভাপতি জাহিদ হাসান রাজিব, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম, ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ সাকিব প্রমুখ। পরে সেখানে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মুজিবনগর কমপ্লেক্স মসজিদের ইমাম মাওঃ মতিউর রহমান। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন যে গাছে ফল ধরে বেশি সেই গাছেই ঢিল পড়ে বেশি আওয়ামীলীগ উন্নয়ন করছে বলেই একাত্তরের পরাজিত শক্তির ছেলেপিলেরা ঐ পূর্বের ধারনায় পড়ে আছে । আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে যে উন্নয়ন করছে বিএনপি সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এত উন্নয়ন হয়নী । আওয়ামীলীগ সরকারের উন্নয়ন বিএনপি নেতাদের চোখে পড়ে না তারা বর্তমান সরকারের উন্নয়ন মেনে নিতে পারছে না বলেই সরকারের উন্নয়ন বিরোধী কথা বলেন। তাই আপনাদের উদ্দেশ্যে বলি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের আলোচনা না করতে পারলেও চুপ থাকেন তাতেও ভালো কিন্তু আপনারা সমালোচনা করবেন না কারণ আপনারা এত উন্নয়ন করতে পারেননি । তাই আওয়ামীলীগ নেতা কর্মীদের সতর্ক থাকতে হবে কোন অবস্থাতেই এদের সমালোচনা করতে দেয়া যাবেনা আবারো জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন করা সম্ভব হবে। মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স অডিটোরিয়াম এসব কথা বলেন তিনি ।
মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী পালন
902