সাবেক মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতুর প্রার্থীতা বাতিলের দাবি
এম চোখ ডট কম, মেহেরপুর :
হলফনামায় তথ্য গোপনের অভিযোগে সাবেক মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু’র মনোনয়নপত্র বাতিলের দাবি করেছেন বর্তমান মেয়র মাহফুজুর রহমান রিটন। তাঁরা দু’জনই মেহেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দীতা করছেন। মাহফুজুর রহমান রিটন আওয়ামী লীগ প্রার্থী (নৌকা) আর মোতাচ্ছিম বিল্লাহ মতু স্বতন্ত্র প্রার্থী।
মেহেরপুর পৌরসভা নির্বাচনের রির্টার্নিং অফিসারের কাছে লিখিত আবেদনে এ দাবি করেছেন রিটন।
মাহফুজুর রহমান রিটন আবেদনে বলেছেন, মোতাচ্ছিম বিল্লাহ মতু তার নির্বাচনী হলফনামায় তথ্য গোপন করেছেন। তার ক্রয়কৃত জমি (যার দলিল নং ১০৭৩/২০) ০.০৪৯৫ পরিমাণ উল্লেখ করেননি। এছাড়াও তিনি ভাইবোনদের সাথে জমি বন্টন করেছেন ৪২৪৪/১৮ নম্বর দলিলে। এ তথ্যও তিনি হলফনামায় উল্লেখ করেননি। হলফনামায় তথ্য গোপন করা নির্বাচনী আইনে গ্রহণযোগ্য নয়। তথ্য গোপন করায় তার মনোনয়নপত্র বাতিল করার আবেদন জানান তিনি।
মেহেরপুর পৌরসভা নির্বাচনের আরও খবর মেহেরপুর পৌরসভা নির্বাচনে সাবেক আর বর্তমান মেয়রের লড়াই
প্রসঙ্গত, আগামি ১৫ জুন মেহেরপুর পৌরসভার নির্বাচন। মেয়র পদে বর্তমান ও সাবেক মেয়রসহ চার জন মনোনয়নপত্র দাখিল করেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১০০ জন ভোটারের স্বাক্ষরে একই ব্যক্তির স্বাক্ষর হওয়ায় আরিফুল এনাম বকুল ও কাউছার আলীর মনোনয়নপত্র বাতিল করেন রির্টার্নিং অফিসার। ফলে এখন প্রতিদ্বন্দীতায় আছেন বর্তমান মেয়র মাহফুজুর রহমান রিটন (নৌকা) ও সাবেক মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু (স্বতন্ত্র)।
এদিকে মাহফুজুর রহমান রিটনের এ আবেদনের মাধ্যমে নির্বাচনের নতুন মোড় নিতে পারে। রির্টার্নিং অফিসারের তদন্তে বিষয়টির সত্যতা প্রমাণ হলে মোতাচ্ছিম বিল্লাহ মতুর মনোনয়নপত্র বাতিল হবে। সেক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দীতায় জয়লাভ করবেন মাহফুজুর রহমান রিটন।
বিষয়টি তদন্ত করে দ্রুত এ বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন একজন নির্বাচন কর্মকর্তা।
আরও পড়ুন আমার তিনটা মাইয়্যারই জীবনডা শ্যাষ কইরা দিছে