সামান্য বৃষ্টিতে ঐতিহ্যবাহী মেহেরপুর বারাদী
হাটে হাটু পানি।
এম চোখ ডটকম, বারাদী ; মেহেরপুর সদর উপজেলার বারাদী হাটে অল্প বৃষ্টি হলেই বারাদী হাটে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে হাজারো ক্রেতা-বিক্রেতাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।এই হাটে ড্রেনের ব্যবস্থা থাকলেও দুই এক মাস আগে বারাদী বি এ ডিসি ফার্মে একটি সার গুদামের কাজ চলছে এই গুদামের কাজ চলার কারনে যে ড্রেনটি আছে তার পানি নিষ্কাশনের মুখ আটকে যাওয়ায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
আজ শনিবার ছিল বারাদী হাট। এদিন বৃষ্টির ফলে বাজারের অলিগলিসহ কয়েকটি প্রবেশ রাস্তা পানিতে ডুবে যায়। হাটে বেচাকেনা করতে আসা হাজারো মানুষকে দুর্ভোগ পোহাতে হয়।
জনগুরুত্বপূর্ণ এই বাজারটিতে এ রকম জলাবদ্ধতার মানুষ মানুষের বাজার করা বড় সমস্যায় হয়ে পড়েছে । প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হলে বর্ষার শুরুতেই বৃষ্টির পানিতে বাজার অচল হয়ে পড়তে পারে।
আজ দুপুর শনিবার ৩ টার দিকে সামান্য সময়ের বৃষ্টিতে হাঁটু সমান জলাবদ্ধতার সৃষ্টি হয়। কার্য ক্রম অচল হয়ে পড়ে বারাদী বাজারে মানুষজনের চলাফেরা। অন্যতম বৃহত্তম বারাদীহাট একটু বৃষ্টিতেই বারাদী পুরোনো হাট মাছ,মাংস, সবজি হাটসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়।
হাটের কাচামাল ব্যবসায়ী খেদের আলি জানান, সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় এই গলির পথ। ফলে আগামী বুধবার হাট হলে আর এই পথে ক্রেতা আসতে পারবে না।
হাটে ঘুরে দেখা গেছে,মাছবাজার, আশপাশের নানা জায়গায় এক ঘন্টার বৃষ্টিতেই হাঁটু পানি জমে যায়।
একজন সবজি ব্যবসায়ি জানায় এই আয় দিয়েই চলে আমার সংসার। কিন্তু আজ শনিবার প্রবেশ রাস্তায় হাঁটু পানি থাকায় কোনো ক্রেতাই আসেনি। আমরা নিয়মিত খাজনা দিই, তারপরেও কেন এমন ভোগান্তি। বারাদী হাটের ইজারাদার রফিকুল মিয়া ও বারাদী ইউনিয়ন চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন, জানায় তিনি দ্রুত সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আগামী বুধবার হাটের আগেই এই পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।