এম চোখ ডটকম,গাংনী:
সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে এবং দেশের ত্রুটিপূর্ণ শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে গতকাল শুক্রবার জুম্মার নামাজ শেষে মেহেরপুরের গাংনীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গাংনী শাখার ডাকে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের মুসল্লিরা অংশ গ্রহণ করেন।
গাংনী দারুচ্ছালাম জামে মসজিদ পরিচালনা কমিটির সহ সভাপতি হাজী আলফাজ উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন গাংনী উপজেলা ঈমাম সমিতি সভাপতি হাফেজ মাও. রুহুল আমিন। বাঁশবাড়ীয়া উত্তরপাড়া জামে মসজিদের ঈমাম ওয়াজ কুরুনী জামিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জামে মসজিদের ঈমাম ইলিয়াস হোসেন, মাদ্রাসা মসজিদের ঈমাম সাইফুল্লাহ, সাংবাদিক রফিকুল আলম বকুল, গাংনী বাজার কমিটির সভাপতি শাওন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা প্রমুখ।
পবিত্র কোরআন অবমাননার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সুইডেন সরকারের প্রতি আহŸান জানান বক্তরা।