মুজিবনগর স্টেক হোল্ডারদের সাথে টুরিস্ট পুলিশ মেহেরপুর জোনের মত বিনিময়
এম চোখ ডটকম,মুজিবনগর::: ঐতিহাসিক মুজিবনগর পর্যটন কেন্দ্রের স্টেক হোল্ডারদের সাথে টুরিস্ট পুলিশ মেহেরপুর জোনের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে মুজিবনগর আম্রকাননে টুরিস্ট পুলিশ মেহেরপুর জোনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন টুরিস্ট পুলিশ মেহেরপুর জোনের ইন্সপেক্টর হাবিবুর রহমান , এ এস আই রবিউল ইসলাম, এ এস আই নাহারুল ইসলাম , এ এস আই নাসির,এ এস আই বাবুলাল । এছাড়া উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সভাপতি জনি , ব্যবসায়ী রেজাউল হক, মোজাম্মেল, আব্দুর রাজ্জাক , আব্দুল কুদ্দুস, নাসিম সহ মুজিবনগর কমপ্লেক্সে ঘুরতে আসা পর্যটক গন উপস্থিত ছিলেন। মত বিনিময় সভায় পর্যটকদের নিরাপত্তা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, ভ্রমণ অনুকুল পরিবেশ নিশ্চিত করা, পর্যটকদের আইনগত সহায়তা প্রদান, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সর্বোচ্চ বিষয়ে আলোচনা করা হয় ।