211
স্থানীয় সরকার দিবস পালনে মেহেরপুরে শোভাযাত্রা
এম চোখ ডট কম, মেহেরপুর : ‘সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার’ প্রতিপাদ্যে মেহেরপুরে স্থানীয় সরকার দিবস। এ উপলক্ষে আজ সোমবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে একটি শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসক শামীম হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শামীম হাসানসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রাটি শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।