স্বতন্ত্র প্রার্থী মানেই ডামি ক্যান্ডিডেট, যে বন্দুকের গুলিও নাই, নলও নাই
এম চোখ ডট কম, মুজিবনগর :
স্বতন্ত্র প্রার্থী মানেই ডামি ক্যান্ডডেট বলে মন্তব্য করলেন মেহেরপুর-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগ সভাপতি ফরহাদ হোসেন দোদুল। বুধবার দুপুরে মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার পর তিনি এ মন্তব্য করেন। ফরহাদ হোসেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী হিসেবে গেল ৫ বছর দায়িত্ব পালন করছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডামি মানে কি তা আমরা সবাই বুঝি। ছোটবেলায় যখন আমরা স্কাউটে করতম তখন ডামি কুচকাওয়াজ করতাম। তখন একটি বন্দুক থাকতো। যে বন্দুকের গুলিও নাই নলও নাই। এরকম একটি বিষয় হচ্ছে ডামি। সেটা না, কিছু করেও না এবং ক্ষতি করে না। আমরা ডামি ক্যান্ডিডেট রাখবো যাতে কোন জায়গায় আনকনটেস্টটেড নির্বাচিত না হয়।
প্রতিদ্বন্দীতার মাধ্যমে অংশ গ্রহণমুলক একটি নির্বাচন চাই উল্লেখ করে তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামি পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনার এশতেহার থাকবে এবং স্থানীয় উন্নয়নের ক্ষেত্রেও পাঁচ বছরের একটি এশতেহার থাকবে বলেও জানান তিনি।
সরকারের নান উন্নয়ন তুলে ধরে তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশে প্রচুর উন্নয়ন হয়েছে। উন্নয়ন ধারা অব্যহত রাখার জন্য এবারের নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শ্রদ্ধা নিবেদনের সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক আবুল কালাম, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমমি হোসেন মিলু, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাকিম হক খোকন কমান্ডার, মোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রফা, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মধু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সামাদ বাঁধন, উপজেলা যুব মহিলালীগের সভাপতি তকলিমা খাতুন, সাধারণ সম্পাদিক তহমিনা খাতুন, উপজেলা কৃষকলীগের সভাপতি জাহিদ হাসান রাজিব, সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান মানিক, উপজেলা মৎস্যবীবী লীগের সভাপতি মহাসিন আলী, স্বেচ্ছা সেবকলীগের মুজিবনগর উপজেলা কমিটির আহবায়ক মতিউর রহমান মতিন প্রমুখ। এসময় উপজেলা আওয়ামী লীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, যুবমহিলালীগ,স্বেচ্ছাসেবকলীগের নেতা-কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।