357
স্মার্ট বাংলাদেশ নির্মাণে নিরাপদ খাদ্য ও পর্যটন শিল্পের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
এম চোখ ডটকম,মেহেরপুর: স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক মেহেরপুরে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ১১ টার সময় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সাংবাদিক মুক্তিযোদ্ধা সুধীজন ও জনপ্রতিনিধিদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম। মূল প্রবন্ধ পাঠ করেন আরডিসি রনি ইসলাম। প্রবন্ধে বাংলাদেশকে মাঠ করে গড়ে তুলতে করণীয় বিভিন্ন বিষয় ও সরকারের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে জানানো হয়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম ও নিরাপদ খাদ্য অফিসার সজীব পাল । কর্মশালাতে নিরাপদ খাদ্য ও পর্যটন শিল্পের উন্নতি নিয়ে প্রশ্ন করেন অংশগ্রহণকারী। প্রশ্নের উত্তর দেন জেলা প্রশাসক। পরে সকলের কাছ থেকে পরামর্শ গ্রহণ করা। মুক্তিযোদ্ধা, শিক্ষক, জনপ্রতিনিধি ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা কর্মশালায় অংশগ্রহণ করে।