এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত হয়েছে। নিহত কৃষকের নাম মোস্তফা কামাল (৪০)। আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বামন্দি বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা কামাল গাংনী উপজেলার করমদি গ্রামের গোসাঁইডুবি পাড়া মৃত আজিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক মোস্তফা কামাল শ্যালো মেশিনের পাইপ কেনার জন্য বাড়ি থেকে মোটরসাইকেল যোগে বামন্দীর যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে আল শেফা ক্লিনিকে ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ছাতিয়ান নামক স্থানে তার মৃত্যু হয়। এদিকে ঘাতক ট্রাকটিকে আটক করেছে স্থানীয় বামন্দি ক্যাম্প পুলিশ। তবে চালক পালিয়ে যায়।
previous post