সোহাগ মন্ডল মুজিবনগর:: ১৯৭১ সালের এই দিনে মুক্তিকামী বাঙালি জাতিকে মুক্তির বাণী শুনিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান৷ ৭ই মার্চের সেই ভাষণেরই সফল পরিণতি স্বাধীন বাংলাদেশ৷ ৫০ বছরেও ১৮ মিনিটের সেই ভাষণের আবেদন এতটুকু কমেনি৷ কমেনি বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা বাঙালির জাতির হৃদয়ে গেঁথে আছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাই দিনটি উপলক্ষে মুজিবনগর কমপ্লেক্স অবস্থিত বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছে উপজেলা প্রশাসন এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়া উদ্দিন বিশ্বাস , উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন,সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন । পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার , মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল, কৃষি অফিসার আনিসুজ্জামান খান, সমাজসেবা অফিসার আব্দুর রব, পরিসংখ্যান অফিসার, উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুনুর রশিদ , উপজেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম সহ সকল কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন । আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের তাৎপর্য তুলে ধরেন ।
৭ই মার্চ উপলক্ষে মুজিবনগরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ
350
previous post